আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মধ্য ভদ্রঘাটে অবস্থিত নব-নির্মিত পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ শুভ উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এ নব-নির্মিত পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ৭১ জন বীরমুক্তিযোদ্ধার নাম ফলকে লেখা এবং সংক্ষিপ্ত মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা রয়েছে। কামারখন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে-বুধবার (১লা নভেম্বর)বেলা সাড়ে ১১ টার দিকে – সিরাজগঞ্জ জেলার গর্ব,মুক্তিযুদ্ধের বিশিষ্ট মহান সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন-অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.মোজাম্মেল হক এমপি । এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – পলাশডাঙ্গা যুবশিবির সহ-সর্বাধিনায়ক ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস।
স্বাগত বক্তব্যে রাখেন -পলাশ ডাঙা যুবশিবিরের সর্বাধিনায়ক বীরমুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন – বীরমুক্তিযোদ্ধা গাজী শাহাদাত হোসেন ফিরোজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন -সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) দই আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান,পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার,পিএমবার) জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কে.এম.হোসেন আলী হাসান,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার,সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ,উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম.হোসেন আলী হাসান,বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান,গাজী শফিকুল ইসলাম শফি,সাবেক সংরক্ষিত মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্না,কামান উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা,সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ ।
এসময়ে কামারখন্দ উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ এবং উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, জেলার সকল বীরমুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারবৃন্দ,বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান ও স্থানীয় সুধীজন,জনপ্রতিনিধিগণ,গুণীজন স্থানীয় জনতার একাংশ উপস্থিত ছিলেন।