মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি :- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সারাদেশে জামাত বিএনপির অগ্নি নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের সাবেক যুগ্নআহ্বায়ক মোবারক হোসেন তালুকদারের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এপ্রতিবাদ জানান আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদারের অনুসারী নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর আওয়ামী লীগের প্রবীণ নেতা লায়েছ উদ্দিন বেক,উপজেলা যুবলীগ নেতা মোঃসোহেল তালুকদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম,চামরদানী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন,সাবেক ছাত্রলীগ নেতা রিপন চৌধুরী,জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের নির্বাহী যুগ্ন সাধারণ সম্পাদক আবু ছালেহ রক্তিম,ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম লিমন প্রমুখ। এসময় শান্তি মিছিলের মাধ্যমে মধ্যনগর উপজেলা সদরের সকল প্রধান সড়ক প্রদক্ষীণ করেন সমাবেশে নেতৃবৃন্দ।জামাত বিএনপির অনৈতিক কর্মকান্ডের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।এছাড়াও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন তালুকদারের পক্ষ থেকে প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সালাম জানান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যতার সহিত কাজ করে যাওয়ার আহ্বান জানান।