২ নভেম্বর ২০২৩,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক:- ব্রাহ্মণবাড়িয়া সরাইল নোয়াগাঁও ইউপি ইসলাবাদ গুগদ,গত ২৭/১০/২০২৩/রোজ শুক্রবার সকাল ১১টার সময়আকলিমার বসত ঘর ভেঙে ফেলেন কুখ্যাত ভূমি দস্যু হাসান আলী,তৈয়ব আলী,বাছির মিয়া সহ গংরা প্রতক্ষদশী ও আকলিমার স্বামী শাহিন মিয়া বলেন হাসান আলী ও তৈয়ব আলী গুগদ এলাকার প্রভাবশালী,তাদের ভয়ে কেউ কথা বলেনা,যদি কেউ তাদের বিরুদ্ধে কথা বলে,তাহলে তারা মানুষ কে বিভিন্ন ভাবে ভয় ভিতী দেখায়,এবং বিভিন্ন মামলা দিবে এসব কথা বলে।। এদিকে আকলিমার বাবা মুসলিম মিয়া বলেন আমাকে হাসান আলী তৈয়ব আলী ও তাদের জামাতা
বাছির মিয়া সহ বিভিন্ন লোকজন নিয়ে আমার বাড়ি থেকে বের করে দেই,এবং আমার বাড়িতে গেইটে তালা বদ্ধ করে দিয়েছে,মুসলিম মিয়া আর ও বলেন আমি এখন আমার মেয়ে আকলিমার বাড়িতে থাকি
তাই আমি আইনের সহায়তা জন্য জুর দাবি জানাচ্ছি আমাকে যেন আমার নিজ বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন এবং জায়গার কাগজ দেখে সুষ্ঠ তদন্ত করে আমার বাড়ি ও আমার মেয়ে আকলিমার জায়গাতে পুনরায় ঘর তোলার ব্যবস্থা করে দেন