রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবলু বড়ুয়া ও মো: খায়ের শুভ জন্মদিন উপলক্ষে সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক নরসিংদীর শাওন ব্যবসায়ীক কাজে বিদেশ যাওয়ার পথে গ্রেফতার বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম গ্রেফতার লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যগে শীতবস্ত্র বিতরণ শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা ধামুরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক কুলাউড়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন মাদককারবারী আটক

রাজৈরের কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাট

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

রাজৈরের কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাট

মোঃ মাহামুদুল হাসান রনি,মাদারীপুর জেলা প্রতিনিধি:-মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর এলাকায় অবস্থিত কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের পাশাপাশি মাসিক ভাড়ায় মোটরসাইকেল নেওয়ার সুবিধাও চালু করা হয়েছে।বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিশ্চিত করেন হাটের পরিচালনা কমিটি।

পরিচালনা কমিটি জানায়,প্রতি শনিবার সকাল ৯ টা থেকে কুঞ্জলতা ফুড পার্ক প্রাঙ্গণে নিয়মিত মোটরসাইকেল হাট বসছে।এখানে নতুন ও পুরাতন বিভিন্ন মডেলের মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি নির্দিষ্ট শর্তে মাসিক ভাড়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

তারা আরও জানায়,মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আগ্রহী ক্রেতা ও বিক্রেতাদের জাতীয় পরিচয়পত্র(এনআইডি),কুঞ্জলতা ফুড পার্ক কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট এবং অভিভাবক সঙ্গে নিয়ে আসতে হবে।অন্যদিকে,মাসিক ভাড়ায় মোটরসাইকেল নিতে হলে নমিনির জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। হাট পরিচালনার দায়িত্বে থাকা ঠান্ডু খালাসী, কুব্বাস,মুরাদ শেখ ও কামাল মেম্বার জানান, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম চালু করা হয়েছে।তাদের মতে,এর মাধ্যমে প্রতারণা কমবে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ই নিরাপদ লেনদেনের সুযোগ পাবেন।

পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মোটরসাইকেলের জন্য হাট ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।মোটরসাইকেলের বিক্রয়মূল্য এক লক্ষ টাকার নিচে হলে রশিদ ফি ৫০০ টাকা এবং এক লক্ষ টাকা বা তার বেশি হলে রশিদ ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সকল লেনদেনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী রশিদ প্রদান করা হবে।

পরিচালনা কমিটি জানায়,ভবিষ্যতে হাটের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনাও রয়েছে।

আয়োজন:কুঞ্জলতা ফুড পার্ক,ইশিবপুর, রাজৈর,মাদারীপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category