জুড়ীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার
মোঃ জাকির হোসেন,জুড়ী প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হারারগজ সংরক্ষিত বনের একটি ছড়া থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(০৪ জানুয়ারি ২০২৬)সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে জুড়ী থানাধীন ০৭নং ফুলতলা ইউনিয়নের রাগনা বন বিটের হারারগজ সংরক্ষিত বনের ময়নাছড়া নামক স্থানে বন বিভাগের কর্মচারীরা ডিউটি পালনকালে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান।পরে তারা বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)দিলীপ কান্ত নাথ ও তদন্ত কর্মকর্তা মো.জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জুড়ী থানার এসআই(নিঃ)উস্তার আলী ইমন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনগত কার্যক্রম পরিচালনা করেন।পুলিশ জানায়,ঘটনাটি তদন্তাধীন রয়েছে।লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।