মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টারঃ-
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের বাড়িতে বুধবার রাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ গত ১৯ নভেম্বর পাগলা সাহেব আলী একাডেমি মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করার কারণে এই হামলার শিকার তার পরিবার।গফরগাঁওয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর আবুল হোসেইন দীপ এই সমাবেশের আয়োজন করেন।হামলা ও ভাংচুরের সময় জয়নাল আবেদীনের বাড়ির আসভাবপত্র তছনছ করে লুটপাট চালায় এবং ছেলের বউ তানিয়া আক্তারকে পিটিয়ে আহত হয়। বুধবার রাতের হামলার ঘটনায় এলাকাবাসীর উদ্যোগে দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামে বৃহষ্পতিবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা,এম এইচ কুদ্দুছ,জয়নাল আবেদীন,স্থানীয় আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন,মানিক মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের শাস্তি দাবি ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দাবি করেন।বুধবার রাতের হামলা ও ভাংচুরের ঘটনায় জয়নাল আবেদীন পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়,বুধবার রাত সাড়ে আটটার দিকে দত্তের বাজার ইউনিয়ন যুবলীগের সদস্য রতন মিয়া,এখলাছ ও জালাল মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ টি মোটর সাইকেল সহযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ স্থানীয় নেতাকর্মীরা হামলা চালায়। এসময় বসত ঘরের আসভাবপত্র ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন যুবলীগ সদস্য রতন মিয়া। অপর অভিযুক্ত একলাস উদ্দিনের নাম্বারে একাধিকবার ফোন করলেও তা রিসিভ করেনি।
জয়নাল আবেদীন ও তার পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই অভিযুক্তরা বাড়িতে হামলা করেছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে,বাঁচানোর চেষ্টা করেনি।
জয়নাল আবেদীনের বাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন,পুলিশের সামনে কোন হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। এ ঘটনায় অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।