আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- বিদেশফেরত মানুষ বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এমন জেলার বিদেশ ফেরত অভিবাসীদের নানা বিষয় হাতে কলমে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে ব্র্যাক।
অক্টোবর’২৩ মাসে মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার,সিরাজগঞ্জের অধীনে ক্লাইমেট ব্রীজ ফান্ড (CBF) এবং কেএফডব্লিউ (KFW) এর অর্থায়নে বাস্তবায়িত ” Strengthening Economic Recovery Capacity of Climate – Vulnerable New-Poor,Especially Returnee Migrants Impacted by COVID-19″ প্রকল্পের আওতায় ১৬ জন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতকে আর্থিক সহায়তা হিসেবে ছাগল,গরু ও চায়ের দোকানের মালামাল ক্রয় করে দেয়া হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এই আর্থিক সহায়তা এসকল বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরনে এবং নতুন ভাবে ঘুরে দাঁড়াতে সহায়তা সহায়তা করবে আশা করা যায়।