December 9, 2024, 4:01 am

বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : Thursday, November 28, 2024,
  • 14 Time View

জামাল উদ্দীন :: কক্সবাজার টেকনাফ  গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ২৮ নভেম্বর ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জাহাঙ্গীরের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র নৌ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে আনুমানিক ০৩৩০ ঘটিকায় দুইজন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাহাঙ্গীরের জোড়ার দিকে আসতে দেখে।

পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করে নাফ নদীতে আটক করতঃ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চোরাকারবারীদের মধ্যে একজনের কোমরে ফিটিং অবস্থায় ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে। *আটককৃত আসামীদের নাম ও ঠিকানা নিম্নরুপঃ* 
(১) মোঃ আইমেস (২৫), পিতা-কবির আহম্মেদ, গ্রাম-দারোগা পাড়া, মংডু, মায়ানমার।
(২) মোঃ হাসান (১৮), পিতা-জাফর আলম, গ্রাম-মাংগালা, মন্ডু, মায়ানমার।

২। উল্লেখ্য, আটককৃত আসামীদের জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919