অপু আহমেদ রোশন:: হবিগঞ্জ শহরে অবৈধ ব্যাটারী চালিত টমটম মিশুক বেপরোয়া চলাচলের কারনে অতিষ্ঠ হবিগঞ্জ শহরবাসী। তীব্র যানযটে পথচারীদের চরম ভোগান্তি, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরজমিনে দেখা যায় প্রতিদিন শহরে প্রায় ৪/৫ হাজারের ও বেশি টমটম ও মিশুক এলোপাতাড়ি ভাবে চলাচল করার কারনে পুরো শহর দখলে নিয়েছে তারা, এতে সকল শ্রেণীর মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকটা পড়ে থাকতে হয় ।
এবিষয়ে নেওয়া হচ্ছে না কোন ধরনের পদক্ষেপ, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না বলেও জানিয়েছেন অনেক শিক্ষার্থী, এছাড়াও পায়ে হেঁটে চলাচলকারী পথচারীরা তিল পরিমান রাস্তায় ফাঁকা না পেয়ে ভয়ে অনেক সময় কিনারায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমনকি প্রতিনিয়ত দুর্ঘটনার আংতকে থাকতে হয় সবাইকে, এছাড়াও বৃদ্ধ পুরুষ মহিলা ও শিশু বাচ্চাদের নিয়ে চলাফেরায় ব্যাঘাত ঘটছে।
জ্যামের কারনে ব্যবসায়ীরা টিক মতো বেচাকেনা করতে না পাড়ায় বেকাদায় আছেন অনেক দোকান মালিকরা, দেখা যায় শহরের নতুন খোয়াই মুখে রাস্তা হইতে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত প্রধান রাস্তা বন্ধ করে শত শত টমটম মিশুক দাঁড় করিয়ে রাখা হয়, এছাড়া এলোপাতাড়ি ভাবে রাস্তায় গাড়ি ঘুড়িয়ে ছুটে চলছেএ দিক সেদিক। এমনকি, টমটম ও মিশুক চালকদের বিরুদ্ধে মহিলা,স্কুল কলেজের ছাত্রী ও পথচারীদের দেখিয়া অশ্লীল ভাষা ও গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে অশালীন উচ্চ সুরে গান বাজানো সহ খারাপ ব্যবহার করার মতো একাধিক অভিযোগ রয়েছে।
সেজন্য হবিগঞ্জ শহরকে যানযট মুক্ত করতে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপে গ্রহন করার জন্য অনেকেই অনুরোধ জানিয়েছেন।