মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাও পৌর শহরের চৌরাস্তা হতে পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত পাকা রাস্তার উভয় পাশে ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
২৭ নভেম্বর বুধবার সকালে পৌরসভার উদ্যোগে শহরের চৌরাস্তা হতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় পাকা রাস্তার উভয় পাশে খাবার হোটেল, চায়ের দোকান, চিকিৎসকদের পরিচিতি সাইনবোর্ড ইত্যাদি গুড়িয়ে দেয়।
এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উগস্থিত ছিল।