সালথা”য় স্কুলের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে
মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর জেলা প্রতিনিধি:=ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪৪ নং রাংগারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে থাকা ৮ থেকে ৯ টি মূল্যবান মেহগুণী গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য নান্নু মেম্বারের বিরুদ্ধে। বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়,শনিবার (৩ জানুয়ারি) বিদ্যালয়ের চত্বরে প্রায় ১২ বছর আগের লাগানো মেহগনি গাছ গুলো কেটে নেয়া হয়।
বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সালথা থানার ওসির কাছে মুঠোফোনে অভিযোগ জানান।স্থানীয় বাসিন্দা মোঃ ওবায়দুর শরীফ বলেন, দুপুরের দিকে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনা ম্যাডামকে বিষয়টি জানান।তখন তিনি বলেন,নান্নু মেম্বার দাবি করেছেন গাছগুলো তার নিজস্ব জমির এবং তিনি সেগুলো বিক্রয় করেছেন।এ বিষয়ে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীনা আক্তার বলেন,নান্নু মেম্বার ফোনে আমাকে ধমক দিয়ে বলেন,আমার জায়গ ার গাছ আমি বিক্রি করেছি, আপনারা তো মাথা ব্যাথা কেন,পরে তিনি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে অবহিত করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাশেম উদ্দিন বলেন,বিদ্যালয়ের জমির ভিতরে গাছ হলে কোনভাবেই তা কাটার অনুমতি দেওয়া যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।
সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ বহন বন্ধ করা হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তির ও স্কুল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করা হবে।বিকালে সরজমিনে দেখা যায়,কাটা গাছ বহলের জন্য একটি নসিমন প্রস্তুত রাখা হয়েছিল।পরে সাংবাদিক ও পুলিশের উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্টরা গাছ রেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
স্থানীয়দের দাবি,এসব মেহগনি গাছের বাজার মূল্য কমপক্ষে ৫০ হাজার টাকা। তবে নান্নু মেম্বার দাবি করেন,তার নিজস্ব জমির ভিতরে এই গাছ।