সাপাহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক উদ্ধার
মানিক মিয়া,নওগাঁ জেলা প্রতিনিধি:-পুলিশ সুপার,নওগাঁ জেলা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে সাপাহার থানা পুলিশ ইং ০৪/০১/২৬ তারিখ ১১.৫০ ঘটিকার সময় সাপাহার থানাধীন পাতাড়ী ইউনিয়নস্থ সুটকিডাঙা এলাকার জনৈক জাকারিয়া হোসেনের আমবাগানে বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অফিসার ইনচার্জ সাপাহার থানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সর্বমোট ৩৮০০(তিন হাজার আটশত)পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২(দুই)জন অজ্ঞাতনামা আসামী উক্ত উদ্ধারকৃত মাদক আমবাগানের ভিতরে ফেলে দৌড়ে পালিয়ে যায়।এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে নওগাঁ পুলিশ সুপার জানান, অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে সাপাহার থানা পুলিশের জোর তাৎপরতা অব্যাহত আছে,সেই সাথে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।