সরাইল থানার ইনসিডেন্ট রিপোর্ট
সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়াতারিখ-০৭/১১/২০২৫খ্রিঃ১। ইউনিট/থানার নাম : সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
২। ঘটনাস্থল: সরাইল থানাধীন সরাইল সদর ইউনিয়নের বড্ডা পাড়া আলিয়া মাদ্রাসার সামনে সরাইল টু নাসিরনগর পাকা সড়কের উপর।
৩। ঘটনার তারিখ ও সময়: ইং ০৭/১১/২০২৫ তারিখ সকাল ০৬:১০ ঘটিকা।
৪। ঘটনার শিরোনাম: সড়ক দুর্ঘটনায় ট্রাক অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সার ০২ জন আরোহীর ঘটনাস্থলে মৃত্যু সংক্রান্তে ইনসিডেন্ট রিপোর্ট।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ বিনীত নিবেদন এই যে,অদ্য ইং ০৭/১১/২০২৫ তারিখ সকাল ০৬:১০ ঘটিকার সময় যশোর জেলার মনিরামপুর হতে সিলেট জেলার লামাগাজীগামী একটি মাছবাহী ট্রাক,রেজিঃ নং- যশোর-ট-১১-৬০৯৫ ঘটনাস্থল সরাইল থানাধীন সরাইল সদর ইউনিয়নের বড্ডা পাড়া আলিয়া মাদ্রাসার সামনে সরাইল টু নাসিরনগর পাকা সড়কের উপর বিপরীত দিক থেকে আগত অকটি অটোরিক্সাকে চাপা দেয়। তাৎক্ষণিক অটোরিক্সা ড্রাইভারসহ ০১জন যাত্রী ঘটনাস্থলেই মাথা পেট বিচ্ছিন্ন হয়ে নিহত হয়।অদ্যবধি তাহাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।সংবাদ প্রাপ্তির সাথে সাথে এসআই(নিঃ) প্রবোধ দাশকে সংগীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে প্রেরণ করা হয়। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিষয়টি আপনাদের সদয় অবগতির জন্য প্রেরণ করা হইল।