লাইব্রেরী উদ্যোক্তা গণের সঙ্গে রাজশাহী বিভাগীয় বইমেলার প্রস্তুতিমূলক সভা
হেলালী চৌধুরী দীপা,রাজশাহী:-জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত।রাজশাহী বিভাগীয় বই মেলা ২০২৫, অনুষ্ঠিত করার লক্ষ্যে,বেসরকারি লাইব্রেরী উদ্যোক্তা গনের সঙ্গে,প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিভাগীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে ২৯ ই অক্টোবর,রোজ বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়,জননী পাঠাগারের সভাপতি,আমিনুল হকের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় গ্রন্থাগার ঢাকা,এর সহকারী পরিচালক,এনামুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ,আসলাম আলী।দিগন্ত প্রসারী পাঠাগারের সভাপতি,সেলিম মনোয়ার।পাঠাগার সুপার,সাইদুর রহমান,আব্দুল মজিদ স্মৃতি পাঠাগারের সভাপতি, মোছাঃ শিরিন আক্তারপান্না,হাতেম ফাউন্ডেশন এর লাইব্রেরিয়ান,রবিউল হোসেন,মোহনপুর বেলগাছি পাঠক ক্লাব ও লাইব্রেরীর সভাপতি,আবুল বাসারসহ রাজশাহী বিভাগ ও জেলার ২৫ জন লাইব্রেরীর সভাপতি,সাধারণ সম্পাদকগণ, উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ৩১শে অক্টোবর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত, কালেক্টরেট খেলার মাঠ,রাজশাহীতে,রাজশাহী বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত বইমেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করার জন্য,সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি।তিনি আরও বলেন,প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ৮টা ও সরাকারী ছুটির দিন ,সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই বই মেলা চলবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি পাঠাগার আন্দোলনের সভাপতি,মোঃ আনিসুর রহমান,কেশর হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক,ও প্রদীপ্ত সাহিত্যাসর এর সভাপতি,আমজাদ হোসেন,বসন্ত কেদার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক,মফিজ উদ্দিন সরকার,এছাড়াও কবি,সাহিত্যিক,সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।