দিনাজপুর প্রতিনিধি::আজ শনিবার (১৫/০৩/২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও
প্রচার বিভাগের উদ্দ্যোগে বীরগঞ্জ পৌরশহরের মকবুল হোটেলে সকল সাংবাদিকদের সম্মানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জামায়াত মনোনীত প্রার্থী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী উত্তর, সাবেক কেন্দ্রীয় স্কুলকার্যক্রম সম্পাদক,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সাবেক মজলুম ছাত্রনেতা ও সমাজসেবক জনাব মোঃ মতিউর রহমান, উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মোঃ রাশেদুন্নবী বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব একেএম কাওছার, উপজেলা সেক্রেটারি মোঃ মন্জুরুল ইসলাম সহ আরো অনেকে।