রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরকার বিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ বাদুরের মাংস খায় নারীরা” সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে দৈনিক কালবেলা প্রত্রিকার প্রতিষ্ঠাবাষীকী পালিত  কোটালীপাড়া জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত চাদাঁর টাকা না পেয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট  কোটালীপাড়ায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএর প্রকৌশলী, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি! পঞ্চগড় জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে জামায়তে ইসলামী দক্ষিণ চব্বিশ পরগনায় জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের মজলিস  রাজউকে বহিষ্কৃত কর্মচারী পরিচয় বদলে গুরুত্বপূর্ণ শাখায় কাজ করছেন

বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী এবং বিজেপি নেত্রী সুদিপ্তা রায় যোগ দিলেন ভারতের জাতীয় কংগ্রেসে

মনোয়ার ইমাম
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৯৬ Time View

কলকাতা প্রতিনিধি ::আজ সন্ধ্যায় পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও পশ্চিম বাংলার কৃষক শ্রমিক মজদুর কংগ্রেস এর সভাপতি শ্রী তপন দাস এর উপস্থিতি তে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী এবং লেখক বিজেপি নেত্রী সুদিপ্তা রায় চৌধুরী।

তিনি দীর্ঘদিন ধরে ভারতের জনতা পার্টির নেত্রী ছিলেন। এবং তিনি দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি তৃনমূল কংগ্রেস এর বিভিন্ন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান। কখনো রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে গেছেন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে।

আজ সেই বিজেপি দল ত্যাগ করে ভারতের জাতীয় কংগ্রেস এর সভাপতি শ্রী মল্লিকারজ্জুন খাগরে ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা শ্রী রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উপর আস্তা রেখে তিনি যোগ দিলেন ভারতের জাতীয় কংগ্রেসে।আজ তাকে দলীয় পতাকা তুলে দিলেন পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকার।

সাবেক বিজেপি নেত্রী সুদিপ্তা রায় চৌধুরী বলেন বর্তমান তৃনমূল দলের নৈরাজ্য সৃষ্টির কারণে এবং দলের নেতা ও কর্মীদের গুন্ডা গিরি প্রতিবাদ এবং প্রশাসনের কর্মকর্তাদের একপেশে ভূমিকা পালন নিয়ে তার প্রতিবাদ ছিল। সেই সঙ্গে ভারতের জনতা পার্টির সাম্প্রতিক সম্পত্তি নস্ট করা এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ও দলিত উপর অত্যাচার করা নিয়ে প্রতিবাদ জানিয়ে আজ বিজেপি ত্যাগ করে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

আজ সন্ধ্যায় কলকাতার বিধান ভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই সময় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার প্রদেশ কৃষক শ্রমিক মজদুর কংগ্রেস এর সভাপতি শ্রী তপন দাস ও পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category