বাদুরের মাংস খায় নারীরা” সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
কামাল পাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :-সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের নারীদের বাদুরের মাংস খাওয়া সংক্রান্ত সময় টিভির সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় রফিনগর ইউনিয়নের খাগাউড়া কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয়বারের মতো এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগের দিনও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গীতিকার ও সুরকার মুকুল আচার্য এবং সঞ্চালনা করেন সত্য তালুকদার। এসময় বক্তব্য রাখেন রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, রফিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমরেন্দ্র বিশ্বাস, পঞ্চায়েত বিচারক নিখিল তালুকদার, দ্বিজেন্দ্র মজুমদার, ভূপেন্দ্র তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হৃদি রঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা দেবেন্দ্র তালুকদার, শিক্ষক পরিমল তালুকদার, প্রণয় তালুকদার, উপেন্দ্র তালুকদার, ও ইউনিয়নের মহিলা সদস্য দুলালী তালুকদারসহ আশপাশের তিন গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ।
বক্তারা বলেন, রফিনগর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যেখানে ৪৭ জন মুক্তিযোদ্ধা ও বহু শিক্ষিত-সুনামধন্য ব্যক্তি রয়েছেন। এমন একটি গ্রামের নারীরা বাদুরের মাংস খান—এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা জানান, শতবর্ষ পুরনো শিব মন্দিরের আশপাশে বড় বড় গাছে কলা বাদুরের ঝাঁক দেখা যায়—কিন্তু তাই বলে গ্রামবাসী বাদুরের মাংস খায়, এই ধারণা ভিত্তিহীন। বক্তাদের অভিযোগ, সময় টিভির প্রতিবেদনে গ্রামবাসীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোট ও হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা সময় টিভির ওই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে, সংবাদটি দ্রুত অপসারণ ও সংশোধিত প্রতিবেদন প্রকাশের দাবি জানান। অন্যথায় সময় টিভির জেলা প্রতিনিধির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন জানিয়েছেন, বাদুরের মাংস খেলে ভাইরাসজনিত রোগের ঝুঁকি থাকলেও, গত ১০ বছরে জেলার কোনো হাসপাতালে এমন রোগীর সন্ধান পাওয়া যায়নি।
গ্রামবাসীরা বলেন, সময় টিভির মতো সুনামধন্য গণমাধ্যমের এমন ভিত্তিহীন সংবাদে তারা হতভম্ব ও ক্ষুব্ধ। দ্রুত সংবাদটি ডিলেট করে সত্য প্রকাশের আহ্বান জানান তারা