দোহারে আ’লীগ নেতা আজাদ ও রমজান মল্লিক গ্রেফতার-৫
মনির হোসেন,দোহার নবাবগঞ্জ(ঢাকা):-ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মোঃ আজাদ হোসেন খান ও ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সভাপতি রমজান মল্লিককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে দোহার থানা পুলিশ।
বুধবার তাদের দুজনকে নিজ এলাকা থেকে গ্রেফতারের পর এ রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে পাঠানো হয়।এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, “চলতি বছরে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের একটি মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আমরা দুজনকে আদালতে পাঠিয়েছি।