রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার বিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ বাদুরের মাংস খায় নারীরা” সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে দৈনিক কালবেলা প্রত্রিকার প্রতিষ্ঠাবাষীকী পালিত  কোটালীপাড়া জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত চাদাঁর টাকা না পেয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট  কোটালীপাড়ায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএর প্রকৌশলী, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি! পঞ্চগড় জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে জামায়তে ইসলামী দক্ষিণ চব্বিশ পরগনায় জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের মজলিস  রাজউকে বহিষ্কৃত কর্মচারী পরিচয় বদলে গুরুত্বপূর্ণ শাখায় কাজ করছেন

দক্ষিণ চব্বিশ পরগনায় জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের মজলিস 

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪২ Time View

দক্ষিণ চব্বিশ পরগনায় জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের মজলিস

মোমিন আলি লস্কর,দক্ষিণ চব্বিশ পরগনা ভারত (আন্তর্জাতিক):-আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের বিধান সভার কামারিয়া গ্রামে

জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের ৩৫ জন ছাত্রীর আলোকিত গ্রন্থ মুকুট কুরআন মাজীদের শুভারম্ভ পর্বের অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়েত ওলামা হিন্দদের সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদার।জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের পক্ষ থেকে ৩৫জনছাত্রীর আলোকিত গ্রন্থ মুকুট কুরআন মাজীদের শুভারম্ভ উপলক্ষে একটি দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয়।এই মহিলা মাদ্রাসার পক্ষথেকে ৩৫জন ছাত্রীকে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের হাতে একটি করে কোরান শরীফ সেই সঙ্গে একটি করে মেসওয়াক তুলেদেন প্রতিটি ছাত্রীর হাতে।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়েত ওলামা হিন্দদের সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সাহেব তিনি প্রথমে দুই একজন ছাত্রীর মুখ দিয়ে আম্বাপারা থেকে আয়াত শোনেন ।এর পর তিনি কোরান শরীফ সবাইকে খুলতে বললেন এবং পড়ানো শুরু করেন।এই মহতী অনুষ্ঠান

উপলক্ষে আয়োজিত মহাসমারোহে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া করা হয়। প্রধান অতিথির ছিলেন মুফতি আমিন উদ্দিন সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ।

মিশনের প্রধান শিক্ষক আতিকুল মোল্লা সহ মিশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ, শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, -ছাত্রী সহ বিশিষ্ট আলেম উলামায়ে কেরাম ও এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথিবর্গ। মুফতি আমিন উদ্দিন সাহেব বলেন ভাগ্যবান সেই ব্যক্তি যে সৎ সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় এবং ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা লাভ করে অপরকে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করে দেন ।তাই আমাদের প্রত্যেকের উচিত এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়েই যাওয়ার আগে আমরা যেন প্রত্যেকে এই বিশেষ আমলের উপর পাবন্দি করতে পারি। তাই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বেশি বেশি করে গড়ে উঠুক যেখানে কোরানের শিক্ষার পাশাপাশি ইংরেজি অংক বিজ্ঞান ইতিহাস ভূগোল কম্পিউটার প্রভৃতি বিষয়ে উপর গুরুত্ব সহকারে করা হয় ।এই শিক্ষা প্রতিষ্ঠান শ্রী বৃদ্ধির জন্য তিনি দোয়া করেন এছাড়াও তিনি বলেন মহিলা মানে মায়ের জাত, শরীয়াতে উল্লেখ আছে মেয়েদেরকে মা ছাড়া অন্য ভাষায় ডাকা যাবেনা । তিনি এই মাদ্রাসার উন্নয়নের বিষয় অভিভাবক গনের কাছে কিছু আর্থিক সহায়তা জন্য আবেদন রাখেন। তিনি কথা রাখতে গিয়ে বলেন মায়েরা তোমাদের কে এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে তোমাদের এই শিক্ষার ফলে সমাজে এক নতুন আলোর প্রভাব ঘটবে। তিনি বলেন পুরুষের সঙ্গে কথা বলতে হলে কর্কশ ভাষায় কথা বলবেন কখনো মৃদু স্বরে কথা বলিবেন না।

তিনি আরো বলেন আল্লাহ এবাদত বন্দেগী শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত নয় মানুষের ও অন্যান্য জীবনের সেবাও এবাদত এর মধ্যে পড়ে ।পরিবেশে বিশ্বমানবের জন্য শান্তি কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয় ।

এখানে ছাত্রীরা আরবি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা ও ইংরেজি শিক্ষা লাভ করবে। এটি একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা, যা ধর্মীয় শিক্ষার (আরবি) পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে (বাংলা ও ইংরেজি) তাদের দক্ষ করে তুলবে তাছাড়া মেয়েদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি হাতের কাজ শেখানো হবে। এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ ছাত্রীদের ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে এবং তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে।

মাদ্রাসা মিশনের প্রতিষ্ঠাতা,,,, বলেন, কোরআনের শিক্ষার মাধ্যমে সমাজে আসবে পরিবর্তন, প্রত্যেক নরনারী কুরআনের শিক্ষার শিক্ষিত হতে হবে, প্রত্যেককে শিক্ষার ছায়াতলে আসতে হবে, প্রতিটা বাড়িতে কোরআনের শিক্ষা তিনি শিক্ষা প্রচলিত হওয়ার লক্ষ্যে জান্নাতের যাওয়ার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলতে হবে। তাছাড়া আরবি ও আধুনিক শিক্ষার পাশাপাশি গণবিবাহ গরিবদের পা ভ্যান প্রদান ,রমজান মাসে খাদ্য সামগ্রি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। সাধারণ শিক্ষা ও আরবি শিক্ষার মাধ্যমে সমাজে আসবে পরিবর্তন। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি মুফতি আমিন উদ্দিন সাহেব জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক দক্ষিণ 24 পরগনা ,

দক্ষিণ 24 পরগনার জেলার মানবাধিকার কমিশনের সেক্রেটারি মাওঃ শহিদুল্লাহ সাহেব ,জামিয়া হাউয়া লিল বানাত ও মিশন প্রধান শিক্ষক মাওঃ আতিকুর রহমান সাহেব ,জামিয়া হাউয়া লিল বানাত ও মিশন অফিস সচিব, মাওঃ আনসার সাহেব,মুফতী আজহার উদ্দিন সাহেব নাজিমে তালিমাত, হাঃ মাওঃ লিয়াকত সাহেব অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট জয়নগর ১ ব্লক সেক্রেটারি,মুফতী মানোয়ার সাহেব ,হাঃ মুসা সাহেব ,হাঃ মাওঃ হাবিবুর রহমান সাহেব ইমাম আকরা জামে মসজিদ, মাওঃ রহমাতুল্লাহ সাহেব শিক্ষক চালতা বেড়িয়া ঈদগাহ মাদ্রাসা,এবং সহ একাধিক বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category