ডুমুরিয়া উপজেলার খান মহিদুল ইসলাম “সড়ক যোদ্ধা” উপাধিতে ভূষিত
জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া খুলনা:-সড়ক নিরাপত্তা আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতি,সড়কের শৃঙ্খলা রক্ষা,প্রশাসনসহ সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো সারাদেশের ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “সড়ক যোদ্ধা (রোড ফাইটার)” উপাধিতে ভূষিত করেছে।
এই সম্মাননায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি,সাংবাদিক খান মহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।
এছাড়াও সারাদেশে নিসচা’র ১২০টি শাখার মধ্যে কর্মমূল্যায়নের ভিত্তিতে ৩০টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।এর মধ্যে ‘A’ ক্যাটাগরিতে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা স্থান পেয়েছে,যা সমগ্র ডুমুরিয়া উপজেলা বাসির জন্য গৌরবের বিষয়।
নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক রোড ফাইটার উপাধিতে ভূষিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে খান মহিদুল ইসলাম বলেন, এই অর্জন শুধু আমার নয় এটি ডুমুরিয়া নিসচা পরিবারের প্রতিটি কর্মীর অক্লান্ত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। সহযোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় আজ ডুমুরিয়া উপজেলা শাখা এই মর্যাদা অর্জন করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমাকে ‘সড়ক যোদ্ধা’ উপাধিতে ভূষিত করায় নিসচা পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। বিশেষ ধন্যবাদ জানাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন , ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়, ভাইস চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে।
উল্লেখ্য,নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির কার্যক্রমে নতুন গতি এসেছে। তাঁর নেতৃত্বে সারাদেশের শাখাসমূহ সক্রিয়ভাবে কাজ করছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে।
৩০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কর্মসূচির সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, “সড়ক যোদ্ধা” উপাধিপ্রাপ্ত ৯ জন নেতা এবং ৩০টি শাখার নাম ঘোষণা করেন।