শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

জামায়াতে ইসলামীর প্রার্থীর উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮ Time View

জামায়াতে ইসলামীর প্রার্থীর উঠান বৈঠক

চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড পরিচালক ও নগরীর সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. শফিউল আলম নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ডে তিনটি স্থানে উঠান বৈঠক,গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন। দলীয় কর্মী,স্থানীয় নাগরিক, নারী সমাজ ও তরুণ ভোটারদের উপস্থিতিতে দিনব্যাপী এসব বৈঠক ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বসিত পরিবেশে ভরপুর।

প্রথমে তিনি নিউমুরিং ফকির মো. সওদাগর রোডস্থ হালিশহর মডেল স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষার মানোন্নয়ন,শিক্ষক মর্যাদা রক্ষা ও চরিত্রবান নাগরিক গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন,“শিক্ষাই জাতির মেরুদণ্ড।নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। জামায়াতে ইসলামী শিক্ষা ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে চায় দেশের প্রতিটি কোণে।

তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠনে পরিবার ও শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “যে শিক্ষা মানুষকে আল্লাহভীতি ও সততার পথে পরিচালিত করে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা।

বিকেলে তিনি নয়ারহাট বড়মিয়ার বাড়ি এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব মো.নাজমুল হক খান। সভায় আরও বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ, স্থানীয় শিক্ষাবিদ ও সংগঠক নূর উদ্দিন, জামায়াত নেতা মো. মাসুম হোসাইন, ছাত্রশিবির সভাপতি নাফিজুল ইসলাম নকিব, ইপিজেড থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সবুর আসিফ,সংগঠক আতিকুল্লাহ আশিক ও মো. অলিউল্লাহ প্রমুখ।

সভায় শফিউল আলম বলেন,“আজ দেশের মানুষ অবিচার,দুঃশাসন,চাঁদাবাজি ও দুর্নীতিতে অতিষ্ঠ।জনগণ পরিবর্তন চায়।সেই পরিবর্তনের অগ্রদূত হবে জামায়াতে ইসলামী— যে দল ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন,“নারী সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই— শাসক নয়,সেবক।

সন্ধ্যায় তিনি তৃতীয় উঠান বৈঠকে যোগ দেন ব্যাংক কলোনি রোডস্থ আমীর সাধুর বাড়িতে। এ বৈঠকে এলাকার প্রবীণ,তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সভায় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক মো. আব্দুর রহিম বিশ্বাস,জামায়াত নেতা মো. আলমগীর হোসেন, উত্তর সাংগঠনিক নেতা মো. অলিউল্লাহ ও আশিক উল্লাহসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

শফিউল আলম তাঁর বক্তব্যে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“আগামী নির্বাচন শুধু ভোট নয়,এটি ন্যায়- অন্যায়ের লড়াই জনগণের সেবা,ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সুযোগ দিন। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের ভবিষ্যৎকে আলোর পথে নিয়ে যান।

সভা শেষে তিনি ইপিজেড এলাকার ভাসমান দোকানি,রিকশাচালক ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন। তিনি আশ্বাস দেন,নির্বাচিত হলে জনগণের মৌলিক চাহিদা পূরণ,তরুণদের কর্মসংস্থান এবং নারী নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন।

উপস্থিত জনগণ শফিউল আলমের বক্তব্যে বারবার করতালিতে সাড়া দেন।তাঁদের দাবি— “চট্টগ্রাম-১১ আসনে একজন সৎ,শিক্ষিত ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে শফিউল আলমই প্রকৃত পরিবর্তনের প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category