ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:-খুলনার ডুমুরিয়া উপজেলায় উত্তরণ এর আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় ডুমুরিয়া ভিলেস সুপার মার্কেট চত্বরে ১৫ জন প্রান্তিক খামারি,কৃষক নারী-পুরুষ এবং ৫ জন প্রাইভেট সেক্টর অংশগ্রহণকারী নিয়ে সফল গ্রাম বাজার প্রকল্প অফিসের প্রশিক্ষণ রুমে SIDA2GROW প্রকল্পের ‘‘প্রান্তিক উৎপাদক এবং প্রাইভেট সেক্টরের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অত্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা এবং জলবায়ু পরিবর্তনে কি ধরণের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আরো আলোচনা করা হয় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত প্রান্তিক খামারি,কৃষক কি ধরণের ক্ষয়ক্ষতি হচ্ছে। অংশগ্রহণকারীরা জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তা বিকাশ এবং বাস্তবায়নে একসঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছেন। এছাড়া জলবায়ু পরিবর্তন দ্বারা ক্ষতিগ্রস্থ প্রান্তিক খামারি,কৃষকদের নায্য মুল্য প্রাপ্তি ও তা নিশ্চিত করণে প্রাইভেট সেক্টর সহযোগিতা করার অঙ্গিকার করেছেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উত্তরণ এর এই প্রকল্পের প্রকল্প সমণ্বয়কারী মোঃ রেজওয়ান উল্লাহ, ক্লাইমেট চেঞ্জ এন্ড ওয়াটার গর্ভনেন্স, প্রোগ্রামের ফিল্ড অফিসার মীর মনোয়ার হোসেন প্রমুখ।