মোঃ রিয়াজ হোসেন, বরিশাল প্রতিনিধি:-বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ওমর ফারুক (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নথুল্লাবাদ থেকে তাকে আটক করা হয়।
আটক ওমর ফারুক কক্সবাজারের ধানু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে নথুল্লাবাদ সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওমর ফারুকের নিজ হেফাজতে থাকা ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ওমর ফারুকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।