মোঃ নজরুল ইসলাম,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:-
জয়পুরহাট জেলার পাঁচবিবির ঐতিহ্যবাহী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও প্রবীণ সাংবাদিক প্রদীপ অধিকারী দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্তে শয্যাশায়ী হয়ে একাকিত্ব জীবন যাপন করছে,তার পায়ে চলাফেরা করার মতো শক্তি নেই,বাথরুম ও গোসলখানায় যেতে হয় অন্যের সহযোগীতায়,সে এক সময় নিউজ সংগ্রহের জন্য এখানে সেখানে দাপিয়ে বেড়াতো,তার নিউজ লেখার মান ছিল ভাল,আজ সে নিথর দেহে বিছানায় শুয়ে নিরবে নিঃশব্দে বাতায়নের দিকে আনমনে চেয়ে থাকে,আমাদের কোন কলম বন্ধু তাকে দেখতে গেলে কোনকিছু বলার আগেই কান্না জড়িত কন্ঠে নিরবে তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে,আসলে মানুষের জীবনের নিঃসঙ্গতা যে কতো কষ্টকর কতো বেদনাদায়ক যে আছে শুধু সে বোঝে,তার অনেক শুভাকাঙ্খী অর্থনৈতিক ভাবে তাকে সহযোগীতা করেছিলেন তার চিকিৎসার জন্য,এখন অর্থের অভাবে ঠিকমতো তার চিকিৎসা করা সম্ভব হচ্ছেনা,তিনি তার মনের কষ্টের মিনতি করে বলেছে,যদি কোন সু হৃদয় ও বিত্তবান ব্যক্তিগন একটি চার্জার হুইল চেয়ার দান করেন তাহলে আবার আমি প্রান চাঞ্চল্য হয়ে নির্জন থেকে লোকালয়ে আসতে পারবো হয়তো নির্জনের এই একাকীত্ব জীবন থেকে মুক্তি পাবো।
তার এই কলম বন্ধুটিকে সহযোগীতা করার জন্য সকল সহযোদ্ধাদের কাছে তার এই মিনতি।