শিবপুরে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন:সহকারী কমিশনার ভূমি
মোঃ কামাল হোসেন প্রধান,জেলা নরসিংদী প্রতিনিধি:-নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় অদ্য ০৬ জানুয়ারী ২০২৬ ইং মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলায় ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার(ভূমি)শিবপুর।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।শিবপুর সিএন্ডবি বাজারের মেসার্স সাইফুল ডিপোতে গ্যাস বিক্রেতা সাইফুল হোলসেলের ক্ষেত্রে কোনো রশিদ প্রদান করেন নাই।পাকা রশিদ প্রদান না করার কারনে(৫০০০)পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অন্য আরেকজন খুচরা ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার কারণে( ২০০০)দুই হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ইটাখোলা মোড়ে ওমেরা গ্যাসের ডিস্টিবিউটরের গোডাউন যাচাই করা হয়।নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলছেন মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার(ভূমি)শিবপুর।