মাদারীপুরে হাসানকান্দি ইতালির মোড়ে সরকারি সড়কে অবৈধ দেয়াল নির্মাণ
মোঃ মাহামুদুল হাসান,মাদারীপুর জেলা:-
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের ৫নং ওয়ার্ডের ‘ইতালির মোড়’এলাকায় সরকারি আঞ্চলিক সড়কের সঙ্গে কোনো ফাঁকা জায়গা না রেখে রাতের আঁধারে তিন রাস্তার মুখে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী দেয়ালটি ভেঙে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়,অভিযুক্ত বাবুল শরীফ একই গ্রামের বাসিন্দা। তিনি দূর থেকে ভাড়া করা লোকজন এনে গভীর রাতে সরকারি সড়কের গা ঘেঁষে দেয়াল নির্মাণ করেন।অভিযোগ রয়েছে, সড়কের পাশে নিয়ম অনুযায়ী এক হাত জায়গাও ফাঁকা রাখা হয়নি।ফলে তিন রাস্তার মোড়ে চলাচলকারী যানবাহনের দৃষ্টিসীমা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
এ বিষয়ে ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম শরীফ বলেন,“বাবুল শরীফকে আগেই এলাকাবাসীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছিল।কিন্তু তিনি কারও কথা না শুনে রাতের আঁধারে ভাড়া করা লোক দিয়ে দেয়াল নির্মাণ করেন।সরকারি সড়কের সঙ্গে কোনো ফাঁকা জায়গা না রেখে এভাবে নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ ও বিপজ্জনক।এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দেয়াল ভেঙে দিতে বাধ্য হয়।তিনি আরও অভিযোগ করেন,ঘটনার পর বাবুল শরীফ এলাকাবাসীকে মামলা-মোকদ্দমার ভয় দেখান।ইউপি সদস্য নুর ইসলাম শরীফ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,এ ধরনের অপকর্ম যাতে ভবিষ্যতে কেউ করতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এলাকাবাসীর দাবি,রাতের আঁধারে প্রভাবশালীরা সরকারি সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ করলে সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ে।তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেয়,তাহলে সামাজিকভাবে প্রতিবাদ করলেও উল্টো চাপের মুখে পড়তে হতে পারে।এদিকে বাবুল শরীফের প্রভাবের কারণে ঘটনার বিষয়ে দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অনেকেই।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সরকারি সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।