মধুখালিতে প্রদর্শনীভূক্ত সরিষা ক্ষেত পরিদর্শন করেছেন:কৃষি কর্মকর্তা
মোঃ আজমল হোসেন,রাজবাড়ী:-ফরিদপুর জেলার মধুখালিতে তেলজাতীয় ফসল বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে সরিষা-বোরো- রোপা আমন প্যাটানভিত্তিক প্রদর্শনীভূক্ত সরিষা ফসলের ক্ষেত পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব এলাহী।
৪ ই জানুয়ারী ২০২৫ ইং রোজ রবিবার দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের ভাটিকান্দি গ্রামের মথুরাপুর ব্লকের বিভিন্ন মাঠে বিনা-৯ জাতের সরিষা ক্ষেত পরিদর্শন কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ মাহাবুব এলাহী বলেন সরিষা আবাদ বৃদ্ধি পেলে এলাকার মানুষের তেলের চাহিদা পূরন হবে।এ প্যাটান ভিত্তিক আবাদের ফলে রোপা ও আমন ধান আবাদের মাঝে যে সময় জমি থাকে তখন এ জাতের সরিষা আবাদ করে কৃষক লাভবান হবে।পরিদর্শনের সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক উপস্থিত ছিলেন।