বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক ২ জন চোরাকারবারীসহ মাদকদ্রব্য আটক কর্ণফুলী থানাধীন অভিযানে ইয়াবাসহ একটি মাইক্রোবাস ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক সীমান্তে ভারতীয় ৪টি মহিষ আটক শিবপুরে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন:সহকারী কমিশনার ভূমি বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি শ্রীপুরে ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটের অভিযোগ সুনামগঞ্জের হাওর গুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে হাওর বাঁচাও আন্দোলন

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি

গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ:-
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,আজ ধোবাউড়ার আকাশ-বাতাস ভারী হয়ে আছে শোকে।বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়,এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।তিনি ছিলেন এ দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী,যিনি স্বৈরাচার,দমন-পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছেন।

তিনি আরও বলেন,কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, অসুস্থ শরীর,সীমাহীন নির্যাতন কিছুই তাকে আদর্শচ্যুত ও জনগণ থেকে বিচ্যুত করতে পারেনি।আপস না করার রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন,তা ইতিহাসে বিরল। ক্ষমতার জন্য নয়,তিনি লড়েছেন মানুষের ভোটের অধিকার,মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য।

আবেগাপ্লুত কণ্ঠে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,আজ আমরা গণতন্ত্রের মাকে হারিয়েছি, আমি দ্বিতীয়বার মাতৃহারা হলাম,জাতি অভিভাবককে হারিয়েছে। কিন্তু তার আদর্শ হারায়নি।বেগম খালেদা জিয়ার শ্রম ও ঘামের বিনিময়ে গড়ে ওঠা বিএনপি কখনোও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না।তাঁর দেখানো পথেই আমরা জনগণের সাথে থাকবো,গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো।তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন,
এই শোকের দিনে শপথ নিতে হবে শোক কে শক্তিতে পরিণত করে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক,মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো।

বিএনপির চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ধোবাউড়ায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধোবাউড়ার ইতিহাসে সর্ববৃহৎ এই নাগরিক শোক সভা ও মিছিলে বিএনপি,জামায়াতে ইসলামী,জমিয়তে উলামায়ে ইসলাম,গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক,পেশাজবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক,মুক্তিযোদ্ধা,আলেম, ওলামা,সাংবাদিক,ব্যবসায়ী,কর্মজীবী,সাংস্কৃতিক কর্মী,গারো,হাজং,হিন্দু,শ্রমিক,কৃষক,শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও নেতাকর্মী কালো পতাকা নিয়ে যোগ দেন।শোক মিছিলের অগ্রভাগে বেগম খালেদা জিয়ার বিশাল প্রতিকৃতি বহন করা হয়।

ধোবাউড়া ধাইরপাড়া গরু হাট মাঠে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।শোক সভা শেষে এমরান সালেহ প্রিন্সসহ বিভিন্ন রাজনৈতিক,পেশাজীবী, সামাজিক সংগঠণের নেতৃত্বে বিশাল এই শোক মিছিল বোবাউড়া বাজার ব্রীজ,ধান মহাল,সোনালী ব্যাংক মোড়,বাজার,শহীদ মিনার,উপজেলা মোড়, হাসপাতাল মোড়,আদর্শ ডিগ্রি কলেজ,থানা রোড হয়ে বাজার বীজে এসে শেষ হয়।

ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,উপজেলা জামায়াতে ইসলমীর আমির আবদুল হালিম মাষ্টার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাস উদ্দিন,ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল আহসান, ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর ও জাকিরুল ইসলাম টোটন,ধোবাউড়া বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক,আলেম সমাজের পক্ষ থেকে মওলানা তাজুল ইসলাম , ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম,সম্মিলিত সামাজিক সংগঠণের সভাপতি আনিসুর রহমান সোহাগ,গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ থেকে মওলানা জালাল উদ্দিন, সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে সুচরিতা মানখিন, ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সভাপতি সবিতা তাগিদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category