শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

পূর্বধলার সাব-রেজিস্টার অফিস ভবন ধসে পড়ার মুখে

মোঃ সেকুল মিয়া
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ Time View

পূর্বধলার সাব-রেজিস্টার অফিস ভবন ধসে পড়ার মুখে

মোঃ সেকুল মিয়া,নেত্রকোনা জেলা প্রতিনিধি:- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সাব-রেজিস্টার অফিস ধসে যাওয়ার মুখে ঢলে প়েছে। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে অফিস চালাচ্ছে কর্তব্যরত অফিসকর্মীরা।এই ভবনের বছরে প্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে এই সাব রেজিস্টার অফিসে।পূর্বধলায় সাব-রেজিস্টার অফিসটির এমন বেহাল অবস্থা নিয়ে আলোচনার ঝড় উঠে এলাকাবাসীর মধ্যে।

উক্ত বিষয়ে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি পূর্বধলা সাব-রেজিস্টার অফিসার জনাব,মোঃ মোস্তাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান,আমি ২০২৫ সালের মার্চের শেষের দিকে পূর্বধলা সাব-রেজিস্টার অফিসে জয়েন্ট করেছি।এখানে এসে দেখতে পেয়েছি অবকাঠামো বিল্ডিংটা মোটামুটি ব্যবহারের অনুপযোগী।যদিও ভবনটি স্থাপিত হয়েছে,২০০১ সালে।কিন্তু এখানে হয়তো নিম্নমানের কাজ করা হয়েছে মনে হয়।বর্তমানে এই ভবনটি বড় ধরনের সংস্কারের কাজ প্রয়োজন।ভবনটির এই বেহাল অবস্থা দেখে তিনি আরও বলেন,২০০১ সালে এই ভবনটি নির্মাণ হাওয়া সত্বেও,এজলাস রুমের পাশের দেয়ালটি প্রায় ৩-৪ ইঞ্চি ডেবে গেছে।এই দেয়ালটা যেকোনো সময় ধসে পড়ে যেতে পারে। এ ছাড়া,পাশের রুমের দেয়ালগুলো,আরা আড়ি ভাবে ভাঙ্গা রয়েছে।যদি এই দেয়াল ভেঙে পড়ে যায়,তাহলে রেকর্ড রুমটাও উন্মুক্ত হয়ে যেতে পারে।এই ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে, জীবননাশের লক্ষণ দেখা দিয়েছে।যেহেতু এই অফিসটা বহু জনবলের অফিস,সহকারী সেবা দেয়া হয়।তাই এই অফিস দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তিনি।তিনি আরো বলেন যে,জেলা সাব-রেজিস্টার স্যারের নির্দেশে,উপরের দিকে,আসন স্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছেন।তাঁরা অফিস কর্মী এবং জনগণের জীবননাশের কথা চিন্তা করে আশ্বাস দিয়েছেন।

তাই উক্ত বিষয়ে তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানিয়েছেন,এই ভবনটির কাজটা দ্রুত সময়ের মধ্যে শুরু করে দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি উনার উদ্ধত্য কর্মকর্তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category