নেত্রকোনায় সাংবাদিকদের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি:-নেএকোনা সদর উপজেলার ১নং মৌগাতী ইউনিয়ন পরিষদের পশ্চিম ফাদুলিয়া গ্রামে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাংবাদিক মো: ফারুক হোসেনের উপর হামলা করে দুর্বৃত্তরা।
৩০ শে অক্টোবর ২০২৫ ইং রোজ মঙ্গলবার বেলা ১২.৩০ মিনিটের সময় নেত্রকোনা সদর উপজেলার ১ নং মৌগাতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পশ্চিম ফাদুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও ঝামেলা চলা কালীন সময়ে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাংবাদিক ফারুক হোসেন তথ্য ও চিএ সংগ্রহ করে ফেরার সময় একদল দুর্বৃত্ত সন্ত্রাসীরা সাংবাদিক ফারুক হোসেনের উপর হামলা করে মোবাইল ফোন,সাথে থাকা টাকা সহ হাতের একটি স্বর্ণের বেসলেট ছিনিয়ে নিয়ে যায়। এবং তাকে বিভিন্ন ভাবে এলোপাথাড়ি ভাবে মা'র ধর করে,দুর্বৃত্তরা এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে প্রানে মেরে ফেলার চেষ্টা করলে।এমতাবস্থায় সাংবাদিক ফারুক হোসেন বাঁচার জন্য ডাক চিৎকার শুরু করলে,উক্ত সাংবাদিকের ডাক চিৎকার শুনে এলাকাবাসীর কিছু লোক এগিয়ে এসে দুর্বৃত্তদের কবল থেকে সাংবাদিক কে রক্ষা করে।দুর্বৃত্তরা হলেন, ১) মাসুম মিয়া(১৯),২)নাঈম মিয়া (১৫),৩) মামুন (১৭),পিতা:-আব্দুর রাজ্জাক,৪) সোহেল রানা (২২), পিতা:-আবুল কাসেম,৫)হাসিম মিয়া (৪৫),৬) কাসেম মিয়া (৪৮) উভয় পিতা:-আব্দুর রহমান,৭) আব্দুর রাজ্জাক (৬০) পিতা:-আহাম্মদ আলী সর্ব সাং ফাদুলিয়া, ১ নং মৌগাতী ইউনিয়ন পরিষদ,থানা জেলা সদর নেত্রকোনা ও অঘ্রাত নামা আরও ৭/৮ জন্য মিলে হামলা করে।
উক্ত সাংবাদিক হামলার বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান,উক্ত হামলাকারীগন একধরনের লোভী এবং ঝগড়াটে ও দুষ্কৃতিকারী লোক।ওরা কারো সাথে ভালো আচরণ করে না।এই হামলা কারীদের মধ্যে বেশ কয়েকজন ছেলে মাদক সেবন করে,ওরা বিভিন্ন মানুষের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করেই থাকে বলে জানান এলাকাবাসী।তাই সাংবাদিক ফারুক হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানান এলাকার সুসিল সমাজের লোকজন,এমনকি দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
উক্ত সাংবাদিক হামলার ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উক্ত বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন,উক্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এই বিষয়ে আমি অবগত আছি,উক্ত ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে,এবং হামলা কারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।