নেত্রকোণা হইতে হাটখলা বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা ভুগান্তিতে লাখো মানুষ
ফারুক হোসেন,ভ্রাম্যমাণ প্রতিনিধি নেত্রকোনা:-নেত্রকোণা সদর উপজেলার সাতপাই চাঁনখার মোড় হইতে হাটখলা বাজার পর্যন্ত ৬.২ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।লাখো মানুষের ভুগান্তি,দেখার কেউ নেই।বর্তমান বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানে অনেক বড় বড় গর্ত তৈরি হয়ে আরও বড় ধরনের দুর্ঘটনার আকার ধারন করেছে। এমতাবস্থায় প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। নেত্রকোনা হইতে হাটখলা বাজার ১৫ মিনিটের রাস্তা হলেও এখন এক ঘন্টাও শহরে পৌঁছানো সম্ভব হয় না।এই রাস্তাটি জরাজীর্ণ হওয়ার ফলে একদিকে মানুষের সময়ের অপচয় হচ্ছে ও অন্য দিকে ভাঙ্গা রাস্তার কারনে যাতায়াত ভাড়া বেশি লাগছে এবং ইস্কুল/কলেজ/মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের সময় মতো ক্লাস করতে পারছে না,এমনকি অনেক ছাত্রীরা ইভটিজিং ও ধর্ষণের শিকার হচ্ছে। এমনকি বয়স্ক লোকদের যাতায়াত সমস্যা ও অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অসম্ভব হয়ে পড়েছে। এই রাস্তার বেহাল দশার কারণে গর্ভবতী মায়েদের অনেকেই চিকিৎসা সেবা নিতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, আবার অনেকেই রাস্তায় বাচ্চা প্রসব করছেন, আবার কেউ সময় মতো হাসপাতালে না পৌঁছানোর কারনে রাস্তায় মৃত্যু বরণ করছেন বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী আরও জানান,এই সড়কটি ব্যবহার করেন পূর্বধলা, দূর্গাপুর, নেত্রকোনা সদর উপজেলার হাজারো মানুষ,প্রতিনিয়তই যাতায়াত করে থাকেন এই সব উপজেলার মানুষ।সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে কোন সিএনজি/অটোরিকশা আসতে চায় না। ফলে ১-২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরতে হয়। তাই এলাকাবাসীর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসন ও নেত্রকোণা উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি বিশেষ অনুরোধ সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী। অথবা জরুরী ভিত্তিতে সংস্কার সম্ভব না হলেও সাময়িকভাবে বড় বড় গর্তগুলো ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে তুলবেন। এতে মানুষের কিছুটা হলেও দুর্ভোগ লাগব হবে। সবশেষে আরেকটা দাবী যদি রাস্তাটি টেন্ডারের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তাহলে কর্তৃপক্ষ যেন সজাগ দৃষ্টি রেখে কাজটি বাস্তবায়ন করেন। কারন রাস্তা সংষ্কারের ১-২ বছরের মধ্যেই আবার সেই আগের মত হয়ে না যায় যেন বলে জানান তারা।
উক্ত রাস্তাটি নেত্রকোনা শহরের নিকটবর্তী হওয়ায় এলাকার শতশত স্কুল ও কলেজগামী ছাত্র/ছাত্রী নেত্রকোণায় পড়াশুনার জন্য ভর্তি হয়। সর্বশেষ ২০২০ সালে টেন্ডারের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হয়।কাজ শেষ হয় ২০২১ সালে। উক্ত রাস্তাটির বেহাল দশার চিএ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেল এই রাস্তা নিয়ে খবর প্রকাশিত হয়। কিন্তু খরব প্রকাশিত হলেও কোন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নজরে আসেনি।তাই এলাকাবাসী উক্ত রাস্তাটির বিষয়ে জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা সংস্কারের দাবি জানান তারা।