কোটালীপাড়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত ২০২৬
ফরজ আলী শিকদার,কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি:-প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতার, আস্থা আজ সমাজসেবায় শ্লোগানে পালিত হল জাতীয় সমাজ সেবা দিবস।
আজ ৩ ই জানুয়ারী ২০২৬ ইং রোজ শনিবার বেলা ১১.৩০ মিনিটে সমাজ সেবার উদ্দ্যেগে উপজেলা চত্বরে প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতার,আস্থা আজ সমাজ সেবার শ্লোগান শেষে উপজেলা শাপলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়্।
আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সাগুফ্তা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সিনিয়র মৎস্যকর্মকর্তা শাহজাহান সিরাজ,সমাজ সেবা কর্মকর্তা সাধন বল ও সাংবাদিক মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপকার ভোগীরা সহ অনেকেই।
সমাজ সেবা দিবস আলোচনায় সভাপতি নির্বাহী কর্মকর্তা সাগুফ্তা হক সমাজসেবার মাধ্যমে উপকৃত বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ও সভা শেষ করেন।