অজাহা ত্রিপুরা,লামা প্রতিনিধি :: শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন-হত্যাকাণ্ডের যথাযথ বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের লামা উপজেলা,পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সারোয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- আমির হোসেন আমু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) লামা উপজেলা,বিনয় ত্রিপুরা,সহ- সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল,মনিরুল ইসলাম তুহিন আহ্বায়ক লামা উপজেলা ছাত্রদল,মোঃ নয়ন হাসান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল,এ্যাডভোকেট রবিউল হোসেন ইরান,যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল,সভাপতিত্ব করেন আব্দুল্লা আল নোমান,আহ্বায়ক পৌর ছাত্রদল।বক্তারা বক্তব্যে বলেন, মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য।
কিন্তু বিগত দেড় যুগ ধরে স্বৈরাচার সরকার মানবাধিকারকে কুক্ষিগত করেছিল। বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন গুমের মাধ্যমে ভয়ের সংষ্কৃতি গড়ে তুলেছিল। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছিল।
এমনকি কারা অন্তরীণ অবস্থায় তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি যা মানবাধিকার লঙ্ঘনের একটি ঘৃণ্য দৃষ্টান্ত। এ ছাড়া বিগত ১৫ বছরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গুম, খুন করে ক্ষমতা দখল করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এখন সময় এসেছে সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠায় স্বোচ্ছার হওয়া। এর জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
খুনি হাসিনার ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন করেছে। আইনের লোকদের মাধ্যমে শত শত ছাত্র-জনতাকে খুন করেছে। এই মানবাধিকার লঙ্ঘনের জন্য লামা ছাত্রদল পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুনি হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানায়।
পরিশেষে দেশ নায়ক তারেক রহমানের ওপর সব ফ্যাসিবাদী মামলা তুলে নিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাচ্ছি।