নীলফামারী প্রতিনিধিঃ-নীলফামারীর জলঢাকায় ২০ বছর পর পলাতক অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার। জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম দিকনির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা মঞ্জুর পিপিএম (সদর সার্কেল) এর প্রযুক্তিগত সহায়তায়,জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম এর পরামর্শে এএসআই মামুনুর রশিদ, এএসআই হারুন অর রশিদ এর নেতৃত্বে বিশেষ অভিযানিক সক্রিয় চৌকস টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে ২০ বছর ধরে পালাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাতক আসামি উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া এলাকার নুর আমিনের ছেলে হামিদুল ইসলাম ওরফে মাসুদ। এ বিষয় জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন গ্রেফতারকৃত আসামি নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ ৭/৯(১) এর ২০ বছরের পলাতক যাবজ্জীবন সাজা প্রাপ্ত। সে ঢাকার অদুরে নারায়ণগঞ্জ এলাকায় নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।