কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম ::পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন বিভাগের বারুইপুর থানা এলাকায় প্রতিবছর ন্যায় এবারও মিলাদুন্নবী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮, ই সেপ্টেম্বর। এই পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে হিমচি মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া আহলে বায়ত এর পক্ষ করা হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসা কমিটি।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক পীর ও কলকাতা পবিত্র খিদিরপুর খানকা শরীফের সেজ সাহেব জাদা হজরত মাওলানা সৈয়দ শাহ মুফতি গোলাম মোস্তাশিদ আল কাদেরী এবং মেজ সাহেব জাদা সৈয়দ আফতাব শাহ আল কাদেরী এবং ছোট সাহেব জাদা। এই মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার মুসল্লি অংশ নেন। এবং তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনেন সারা রাত্রি ধরে। এবং বিশ্ব নবীর আলোকে তার জীবন যাপন ব্যবস্থা এবং অন্যান্য ওলী আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।
সেই সঙ্গে মিলাদুন্নবী গুরুত্ব নিয়ে বক্তব্য পেশ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খিদিরপুর খানকা শরীফের অন্যান্য আলেম ও ওলামারা। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকারকর্মী জনাব মোশারফ মন্ডল ও বারুইপুর হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদি য়া আকতারিয়া আহলে বায়ত।
এই পবিত্র মাদ্রাসা ও আস্তানা পাকের সাথে জড়িত রয়েছে পবিত্র খিদিরপুর খানকা শরীফের প্রায়ত আন্তর্জাতিক পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী।
অনুষ্ঠানের শেষে বিশ্বের শান্তির জন্য দোয়া করবেন খিদিরপুর খানকা শরীফের সেজ সাহেব জাদা সৈয়দ শাহ গোলাম মোস্তাশিদ আল কাদেরী সাহেব।।