কলকাতা থেকে মনোয়ার ইমাম ::
আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন বারুইপুর জেলা পুলিশ।
এদিন মোট উদ্ধার হওয়া ১০৪টি, মোবাইল ফোন গ্রাহকদের হাতে ফিরিয়ে দেন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী ও বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশের সুপার মাসুদ হাসান এবং বারুইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আই সি সহ অন্যান্য পুলিশ অফিসাররা। দুর্গা পূজা র আগে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি গ্রাহকরা তারা বারুইপুর জেলা পুলিশ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।।