হালুয়াঘাট প্রতিনিধি ময়মনসিংহ:-ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা কনফারেন্স রুমে উপজেলার আইন শৃঙ্খলা কমিটি, চোরা চালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং হালুয়াঘাট উপজেলা মানব পাচার প্রতিরোধে মঙ্গলবার ২৯শে আগস্ট সকাল ১০ টায় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান।
আরো উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম (ভাইস চেয়ারম্যান) শাখাওয়াত হোসেন ফকির,ঝর্ণা ঘোষ, পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, সহকারী ভূমি কমিশনার জিনিয়া জামান, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, জয়দেব দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল জান্নাত সেতুসহ বিভাগীয় কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইউনিয়নের চেয়ারম্যান গণসহ হালুয়াঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত সভায় হালুয়াঘাট উপজেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা। এবং যানজট নিরসন,অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল নিরসনে মোবাইল কোট পরিচালনা বাজারে নির্ধারিত দামে এলপি গ্যাসসহ নানন্দ দ্রব্য পণ্যের বিক্রয়ের জন্য অভিযান পরিচালনা করা। এবং দুজন চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে ধারা ও শাকুয়াই বাজারে মাদক নির্মুলে পদক্ষেপ গ্রহন করা। হালুয়াঘাট বাজারে অটোরিক্সা নিয়ন্ত্রণে পৌরসভার ভুমিকা রাখা। বাল্যবিবাহ,সীমান্তে চোরাচালান,ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।