হারানো বিজ্ঞপ্তি,
আমি সৌরভ চন্দ্র হাওলাদার( ২৬)পিতা- জয়দেব চন্দ্র হাওলাদার,মাতা- গোলাপী রানী। জাতীয় পরিচয়পত্র নম্বর,( ৮২৫২১৭২১৪৬ ) (স্থায়ী ঠিকানা) সাং- শেয়ালঘুনী,ইউনিয়ন/ওয়ার্ড – কবাই,থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল।
বর্তমান ঠিকানা:-গ্রাম :কালিকচ্ছ,ইউনিয়ন/ওয়ার্ড কালিকচ্ছ,থানা সরাইল,জেলা ব্রাহ্মণবাড়িয়া।এই মর্মে জানাচ্ছি যে গত রোজ মঙ্গলবার ১০ সে অক্টোবর ২০২৩ ইং তারিখে আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় সরাইল থানাদীন কালিকচ্ছ ইউনিয়ন/ওয়ার্ড এর কালিকচ্ছ এলাকা থেকে আমার ডুকুমেন্ট হারিয়ে গেছে।আমার এস.এস.সি পাশের মূল সার্টিফিকেট, অসাবধানতা বশতে কারণে হারিয়ে যায় ।
নিচে উক্ত হারিয়ে যাওয়া মূল সার্টিফিকেট এর বিবরণ-দেওয়া হলো।
ধরন:সার্টিফিকেট
প্রতিষ্ঠানের নাম:লেবুখালী হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, পাটুয়াখালী।
পরীক্ষার নাম:B.T.E.B Dhaka,ssc
শিক্ষার্থীর নাম:সৌরভ চন্দ্র হাওলাদার
মাতার নাম:গোলাপী রানী
রোল নম্বর:৪৫৪৯৩১
শিক্ষাবর্ষ:২০১১-২০১২ ইং
শাখা:সাধারণ ইলেকট্রনিক্স
ফলাফল:৪.৭৭
সার্টিফিকেট ক্রমিক নং:১৭৬২৯৯৭
সাল:২০১৩ ইং
পিতার নাম:জয়দেব চন্দ্র হাওলাদার
ঠিকানা:শিয়ালঘুনী,বাকেরগঞ্জ বরিশাল
রেজিস্ট্রেশন নং:৩৭০০৯১
শ্রেনী:এস এসসি
বিভাগ/গ্রুপ:সাধারণ ইলেকট্রনিক্স
জন্ম তারিখ:১৫ অক্টোবর ১৯৯৭ ইং
ঘটনার বিবরণ,
বর্ণিত সার্টিফিকেটটি কালিকচ্ছ বাজারের নিচে নিজের অজান্তে হারিয়ে যায়।সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।খোঁজাখুঁজি অব্যাহত আছে।এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়রি ভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।তাই উপরোক্ত বিষয়টি সরাইল থানায় সাধারণ ডাইরি ভুক্ত করা হয়েছে।এ বিষয়ে সরাইল থানায় ২৬/১০/২০২৩ ইং তারিখে জিডি করা হয়েছে,যার জিডি নং-১৪৭২।
কোন সহোদয় ব্যাক্তি যদি সার্টিফিকেট টি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।মোবাইল নং – ০১৭৮৪৬৪৯৭৮০