জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি ::কক্সবাজার প্রবালদ্বীপ সেন্টমার্টিন একতা ফিশিং মাছের আড়ত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ টাকা লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত হয় আড়তের মালিক সেন্টমার্টিন জেটিঘাট আব্দুর রহমান ২৩ এসময় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
১৭ নভেম্বর বরিবার রাত ১০টা সময় একতা ফিশিং মাছের আড়ত এ ঘটনাটি ঘটে। অভিযোগে জানা গেছে,৬নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল আহাম্মদের পূত্র নুরুল আলম,৪নং ওয়ার্ডের বাজার পাড়া এলাকার মৃত আব্দুল হকের পুত্র জিযাবুল হক জিয়া,২নং ওয়ার্ড উত্তর পাড়া মৃত আমির মেম্বারের পুত্র রফিকুল ইসলামের তাদের উস্কানিমূলকে কিছু উশৃংখল কিশোর গ্যাং নেতৃত্বে একদল দুর্বৃত্ত একতা ফিশিং মাছের আড়তের দোকানে অতর্কিত হামলা চালায়।
এসময় আড়তের মালিক আব্দুল রহমানকে মারধর করে ক্যাশবক্স থেকে নগদ সাড়ে ৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।হামলাকারী হলো পূর্ব পাড়া এলাকার নুরুল আলমের পুত্র জাবেদ ইকবাল, ৬নং ওয়ার্ডের মৃত হাফেজ আহাম্মদ পুত্র ওসমান,মৃত হাজী মোহাম্মদের পূত্র আয়াত উল্লাহ ১নং ওয়ার্ডের মৃত বশির আহাম্মদ এর পূত্র জসিম উদ্দিন,৪নং ওয়ার্ডের মৃত মৌলভী আব্দুর রহিমের পুত্র মোঃ আরিফ, ২নং ওয়ার্ডের মৌলভী আবুল কালামের পূত্র দেলোয়ার হোসান সাঈদী ১নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বার্মায়া ফয়েজ উল্লাহ পূত্র তৌহিদুল ইসলাম। ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় আব্দুল রহমানের পূত্র শহিদুল ইসলাম।২নং ওয়ার্ড উত্তর পাড়া মৃত আমির মেম্বারের পুত্র রফিকুল ইসলাম ৮নং ওয়ার্ডের কোনার পাড়া এলাকার সোনা আলীর পূত্র নজরুল ইসলাম।
এদিকে প্রকাশ্যে ডাকাতি, লুটপাটকারী,ওপেন সিক্রেট মাদক ব্যবসায়ী আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবী জানান স্থানীয়সহ একতা ফিশিং মাছের আড়তের মালিক আব্দুল রহমান।