সুনামগঞ্জ প্রতিনিধি:-আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তর সুরমা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর কল্যান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোবারক হোসেন সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা বাজারে এলাকাবাসীর সাথে মত বিনিময় ও জনসংযোগ করেন।
বুধবার বিকাল ৪ ঘটিকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাজারও মানুষের সমাগম গঠে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউ/পি সদস্য সফিকুল ইসলাম মধু মিয়া ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গাজী নুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উত্তর সুরমা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর কল্যান ঐক্য পরিষদের যুগ্মসচিব মোঃ ওমর ফারুক,বক্তব্য রাখেন সাবেক বৃহত্তর রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওসমান গনি,সাবেক জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির,সাবেক আওয়ামীলীগ সেক্রেটারি জাহাঙ্গীর নগর ইউনিয়ন মোঃ তাজুল ইসলাম,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ আবু তাহের,জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের পেনেল চেয়ারম্যান আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা সিদ্দিক মিয়া, বীরমুক্তিযুদ্ধা রুকন উদ্দিন সহ আরও অনেকে।
এ সময় নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ মোবারক হোসেন বলেন, আমি ছাত্র জীবন থেকেই এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থেকেছি। আগামীতেও পাশে থেকে সুখ-দু:খের অংশীদার হতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথার্য উত্তরসূরি বিশ্বমানবতার মা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে সুনামগঞ্জ ৪ সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিলে সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ করব।