সুনামগঞ্জ প্রতিনিধি:-হিন্দু শাস্ত্রমতে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভববান শ্রীকৃষ্ণের মানবরুপে মর্তে আর্বিভাব ঘটে। ভববান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২৪৯ বছর আগে অর্থাৎ ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী আর্বিভাব উপলক্ষে সুনামগঞ্জে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রেজাউল করিম,পৌরসভার মেযর নাদের বখত ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালিবাড়ি নাট মন্দিরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন,রেডক্রিসেন্টের সভাপতি এড.মতিউর রহমান পীর,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক,জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধর,সাধারন সম্পাদক প্রসেজিৎ নন্দী,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি এড.মলয় চক্রবর্তী রাজু,সাধারন সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তী,জন্মাষ্টমী পরিষদেও সাবেক সভাপতি গৌরাঙ্গপদ দাস,পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে এইদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ট হয়েছিলেন। কতিপয় রাজা রাজধর্ম,কূলাচার,সদাচার ভূলে গিয়ে স্বেচ্ছাচারিতা,অন্যায়,অবিচারে মগ্ন হয়ে উঠেছিলেন। মথুরার রাজা কংস পিতা উগ্রসেনকে উৎখাত করে নিজের সিংহাসনে আরোহন করেছিলেন।