২৯ অক্টোবর ২০২৩,লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রতিনিধি:- সারা দেশে বিএনপির ডাকা হরতাল সুনামগঞ্জে পুলিশের সতর্ক অবস্থানের কারণে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপির ডাকা হরতালের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়ে জড়ো হয়ে পিকেটিং এর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। জাতীয়তাবাদী আইনজীবীদের একটি মিছিল আদালত এলাকা থেকে বের হতে গেলে পুলিশের বাধায় সম্ভব হয়নি। পরে আদালত চত্বরেই মিছিল করেন। এদিকে হরতালের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ হয়েছে। হরতালের পিকেটিং করতে পুলিশের হাতে এ পর্যন্ত ৭ জন আটক হয়েছেন। আটককৃতরা হলো শান্তিগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক সুহেল মিয়া.উবায়দুল করিম মাসুম.কামরান আহমেদ.আবু তাহের.ও জায়েদ আলম। শাল্লা উপজেলার আব্দুর রাজ্জাক ও হাবিজুর রহমান।সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান আটককৃত দের বিষয়ে যাচাই-বাছাই চলছে ।
সকালের দিকে শহরে দোকানপাঠ ও যানবাহন চলাচল বন্ধ থাকলে ও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আস্তে আস্তে কিছু কিছু দোকানপাঠ ও যানবাহন রিক্সা,অক্ট্রোরিক্সা চলাচল করতে দেখা যায়। তবে দূরপাল্লার কোন যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ছেড়ে যায়নি। যানবাহন না চলায় চরম র্দূভোগে পড়েন দূরপাল্লা যাত্রী সাধারন সহ আভ্যন্তরীন রুটের যাত্রীরা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে পুলিশ,র্যাব ও ডিবি পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েনের পাশাপাশি টহল দিতে দেখা যায়। র্যাব ও শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে। পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সভা সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো.সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো.আবুল কালাম,আবুল মনসুর মোহাম্মদ শওকত,এ্যাডভোকেট শেরেনুর আলী,এ্যাডভোকেট মাসুক আলম,আবুল কালাম,এ্যাডভোকেট মো.আব্দুল হক,হোসেন আহমদ,এ্যাডভোকেট আমিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন লালা,জুনাব আলী,সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম,মানবাধিকার বিষয়ক সম্পাদক মো.রাকাব উদ্দিন,নুর হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.সামছুজ্জামান,সহ সভাপতি সুহেল মিয়া,শাহজাহান মিয়া,সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ খয়েছ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,প্রথম যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জুল হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন,রাকিবুল ইসলাম দিলু,সিরাজুল ইসলাম পলাশ,জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙÍীর আলমসহ বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের হরতাল বিরোধী মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন.এডভোকেট চান মিয়া.করুনা সিন্ধু চৌধুরী বাবুল.জুবের আহমেদ অপু.সবুজ কান্তি দাশ.অমল কর.এডভোকেট বিমান রায়.হাজী আবুল কালাম.শংকর চন্দ্র দাস.আসাদুজ্জামান সেন্টু.সিতেষ তালুকদার মঞ্জু.এহসান আহমেদ উজ্জ্বল.ফজলূল হক.নুরুল ইসলাম বজলু.দীপংকর কান্তি দে.আশিকুর রহমান রিপন.শাফায়াত জামিল প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সাঈদ সকাল থেকে পুলিশ সদস্যরা তৎপর থাকায় কোনধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শহরে যানবাহন নিরাপদে চলাচল করছে বলে ও তিনি জানান। জনগণের জানমালের রক্ষা করতে পুলিশ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সন্ত্রাস নাশকতার চেষ্ট করলে কোন ছাড় দেওয়া হবে না।