December 9, 2024, 3:37 am

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : Wednesday, August 31, 2022,
  • 21 Time View

কে এম শহিদুল ইসলাম সুনামগঞ্জ :: বাগানবাড়ী বিওপির টহল দল ৩০ আগস্ট দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ৭০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৫, হাজার ৬০০ টাকা।

বালিয়াঘাটা বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ৮০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১ টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২০, হাজার ৪শ টাকা।

লাউরগড় বিওপির টহল দল ৩১ আগস্ট তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহআরেফিন নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৪, হাজার টাকা।

চারাগাঁও বিওপির টহল দল ৩১ ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা, ০১টি কাঠবডি নৌকা এবং ০১টি ইঞ্জিন আটক করে, যার আনুমানিক মূল্য ৯৬, হাজার- টাকা।

পেকপাড়া বিওপির টহল দল একই তারিখে সীমান্ত পিলার ১২২৮/৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০, হাজার- টাকা।

বনগাঁও বিওপির টহল দল একই দিন সীমান্ত মেইন পিলার ১২১৬ এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ৭৫৬ পিস ভারতীয় শাড়ী এবং ২৪৩ পিস সাবান আটক করে, যার আনুমানিক মূল্য ২২ লক্ষ,৯৪ হাজার,৫৩৫ টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং ভারতীয় চিনি, কয়লা, গরু, শাড়ী, সাবান, ইঞ্জিন, বারকী নৌকা এবং কাঠবডি নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919