December 8, 2024, 9:27 am
শিরোনামঃ
কালিগঞ্জে মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের অর্থ প্রদান সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ

সুইডেনে বাংলাদেশি নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : Monday, October 2, 2023,
  • 23 Time View

সুইডেনের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘জয়িতা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মেহ্‌দি হাসান এবং বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী বেগম সানজিদা খানম। এছাড়া উপস্থিত ছিলেন সুইডেনের বাংলাদেশ দূতাবাসে কর্মরত ফার্স্ট সেক্রেটারি শাহ মো. আশরাফুল আলম মোহনসহ গোথেনবার্গ ও নিকটস্থ কয়েকটি শহরে বসবাসরত বাংলাদেশিরা।

জিবিএফ হলেন-এ খেলোয়াড়বৃন্দ, আয়োজক এবং উপস্থিত অতিথিদের অংশগ্রহণে শুরু হয় প্রতিযোগিতা। প্রথমে ছিল একক প্রতিযোগিতা, যা শেষ হয় দুপুর ১২টায়। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুপুর একটায় শুরু হয় দ্বৈত প্রতিযোগিতা। চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আয়োজকদের প্রতিনিধি আফসারুজ্জামান নূর জ্যোতির উপস্থাপনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

একক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন যথাক্রমে, নাজনীন ইসলাম রনি ও বিদিতা জামান। অপরদিকে দ্বৈত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুনতাহা তাবাসসুম তরু ও বিদিতা জামান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন নিপা সুলতানা কণা ও হিমিকা রিসাদ।

প্রতিযোগিতায় সব অংশগ্রহণকারীদের মেডেল প্রদান করেন বেগম সানজিদা খানম। অনুষ্ঠানের শেষ দিকে রাষ্ট্রদূত মেহ্‌দি হাসান সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি শুধু নারীদের জন্য এমন আয়োজনের প্রশংসা করেন। এরপর প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেন তিনি।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি সুইডেন এবং আশপাশের দেশে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য উন্মুক্ত ছিল। এতে সুইডেনে স্থায়ীভাবে বসবাসরত এবং উচ্চ শিক্ষার্থে আগত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ২২ জন নারী অংশগ্রহণ করেন। সূত্র: প্রেস রিলিজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919