২৭ অক্টোবর ২০২৩,নিউজ ডেস্ক:- সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার পর এবার দেশটিতে দখলে রাখা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হয়েছে। শুক্রবার ভোরে পূর্ব সিরিয়ার দাইর আল-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে এই পাল্টা আঘাত হয়।
সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক কনোকো গ্যাস ফিল্ডে মার্কিন সেনাদের অবস্থানকারী ঘাঁটিতে বিস্ফোরণের কথা জানিয়েছে।
ইরাকি সন্ত্রাসবিরোধী পপুলার মোবিলাইজেশন ইউনিটের সাথে যুক্ত একটি টেলিগ্রাম নিউজ চ্যানেল‘সাবেরিন নিউজ’ও এই ঘাঁটিতে রকেট হামলার খবর দিয়েছে।
ইরাকের উত্তরে ইরবিল বিমানবন্দরের চারপাশে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাতে সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার এই হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক কর্মকর্তা জানান। এরপরই মার্কিন ঘাঁটিতে এই পাল্টা হামলার ঘটনা ঘটলো।
এক বিবৃতিতে,মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই হামলাকে “আত্মরক্ষা” হিসেবে দাবি করে বলেছেন, সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক একাধিকার ড্রোন হামলার জবাবে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি,সম্প্রতি ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ১৬ বার হামলা হয়েছে।