সিরাজগঞ্জ প্রতিনিধি:- আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ “শেখ হাসিনা’র বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ – এ প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচী’র সেপ্টেম্বর ও অক্টোবর-২০২৩ মাসের ৬০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম.নাছিম রেজা নুর দিপু সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন,কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মাষ্টার,শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা প্রমুখ।
বক্তাগণ বলেন,চাল বিতরণ কোন ধরনের অনিয়ম -দুর্নীতি করা হলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচী’র হতদরিদ্র,দুঃস্থ অসহায়দের মধ্যে চাল বিতরণে স্বচ্ছতা জবাব দিহিতা নিশ্চিত করার আহবান জানান।