১০ অক্টোবর ২০২৩,আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিসের আয়োজন- –
সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান মিয়া,পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এস.এম.রকিবুল হাসান, জেলানমুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি জেলা ক্রীড়া অফিসার মোঃ মাছুদ রানা,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী অফিসার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ,ক্রীড়া সংগঠক আব্দুল ওয়াহাব,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকী অপু, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি,ক্রীড়াবিদ সঞ্জয় সাহা, ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা সোহাগ প্রমুখ। এ ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জ পৌরসভাসহ ৯টি উপজেলার মোট ২০টি দল (বালক ১০টি ও বালিকা ১০টি) অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মোট ৬ টি খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় রায়গঞ্জ উপজেলা বালিকা দল ১০-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় কামারখন্দ উপজেলা বালিকা দল টাইব্রেকারে ২-১ গোলে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে। তৃতীয় খেলায় সিরাজগঞ্জ পৌরসভা বালিকা দল ২-০ গোলে চৌহালী উপজেলাকে পরাজিত করে।
দিনের চতুর্থ খেলায় তাড়াশ উপজেলা বালক দল ৪-০ গোলে রায়গঞ্জ উপজেলাকে পরাজিত করে। পঞ্চম খেলায় কামারখন্দ উপজেলা বালক দল টাইব্রেকারে সিরাজগঞ্জ সদর উপজেলাকে ১(৫)-১(৪) গোলে পরাজিত করে। ষষ্ঠ খেলায় সিরাজগঞ্জ পৌরসভা বালক দল ১-০ গোলে চৌহালী উপজেলাকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন,রেজাউল করিম খোকন, আজমহর আলী,আবু হানিফ,মোখলেছুর রহমান ও হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন ও খেলার ধারাবিবরণী করেন প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।এ খেলায় হাজার হাজার দর্শককেরা উপভোগ করে।