সিরাজগঞ্জ প্রতিনিধি:- বাল্য বিয়ে বন্ধে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র গণ নাটক”বদলে যাবার দিন”অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৪’টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা ৪ নং শিয়ালকোল ইউনিয়নের চকশিয়ালকোল গ্রামে হাজী মোঃ আব্দুস সাত্তার এর বাড়িতে উক্ত গণ নাটকটি মঞ্চায়ন হয়।এই নাটকটির কর্মশালা পরিচালনা করেন,পুপলার থিয়েটারের সিনিয়র অফিসার আতিকুর রহমান,এবং নাটকের নেতৃত্ব দেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার (সেলপ)মোঃ মাসুদ রানা।
নাটকে বাল্যবিয়ের কুফল ও এর জন্য একটি পরিবার কিভাবে নিঃ শেষ হয়ে যায়।বাল্য বিয়ে বর্তমান সময়ে আমাদের সমাজে একটি মারাত্মক ব্যাধি।বাল্য বিয়ে বন্ধে বর্তমান সরকার খুব কঠোর আইনি পদক্ষেপ গ্রহন করেছে।সরকারের পাশাপাশি ব্র্যাক বাল্যবিয়ে প্রতিরোধে ব্যাপক কাজ করছে।বাল্যবিয়ে একটি কিশোরীর জীবন কিভাবে ধ্বংস করে ও তার স্বপ্নকে শেষ করে দেয়, নাটকের মাধ্যমে গ্রামের সকল মানুষদের কাছে এই বিষয়টি তুলে ধরা হয়।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় নয়টি গণনটকের দল রয়েছে।গ্রামে গ্রামে বাড়ির উঠানে সন্ধ্যার পর অনেক স্থানে এ নাটক পরিবেশিত হচ্ছে।গ্রামের সবাই এই নাটক দেখে সচেতন ও হচ্ছেন।ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও গণনাটক দেশে বাল্যবিয়ে বন্ধে সরকারের সাথে সাথে একযোগে কাজ করছে বলে জানা যায়।