টি এম কামাল : সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাড়ছে যমুনা নদীর পানি। জমিসহ বসতবাড়ি তলিয়ে যেতে শুরু করেছে। ১০ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ মিটার। গত ২৪ ঘটনায় ২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭৪ মিটার। গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, নদীর পানি বেড়ে সিরাজগঞ্জের ৫ উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের গ্ৰামগুলো প্লাবিত হচ্ছে। ফসলের মাঠ তলিয়ে বসতবাড়িতে ও পানি উঠেছে। ভাঙ্গন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনার পানি বাড়ার সাথে সাথে চরাঞ্চেলের নিম্নভূমি তলিয়ে গেছে। যমুনার তীব্র ভাঙ্গনে কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাষ্টারের বাড়ি সহ অন্তত দশটি পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।