২৭ অক্টোবর ২০২৩,আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,সাবেক পৌর কাউন্সিলর,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার এর ব্যক্তিগত উদ্যোগে- প্রতিশুক্রবারে জুম্মা নামায পর- সিরাজগঞ্জের উপস্থিত গরীব,অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য রান্না করা খাবার খাওয়ায়ে মেহমানদারী করছেন-হাজী মোঃ আব্দুস সাত্তার।
সিরাজগঞ্জ পৌরএলাকার ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাটে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড অফিস প্রাঙ্গণে- খাবার পরিবেশন করা হয় এ শুক্রবারে খাবারের মধ্যে ছিলো- সাদাভাত,বুটের ডাউল,মুরগীরমাংস এবং পায়েশ দিয়ে প্রায়৭’শতাধিক গরীব অসহায় ও দুঃস্থ মানুষদের খাবার পরিবেশন করা হয় এবং প্রত্যেককে নগদ ১’শত করে টাকা দেয়া হয় তারা একবেলা খাবার খেয়ে ও টাকা পেয়ে ভীষণ খুশি হয়ে ফিরছেন গন্তব্যে ।
এসময়ে উপস্থিত ছিলেন এবং খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন,মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু,এক্সিকিটিভ সেলসম্যান সুমন,বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা,ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল,জাহিদ হাসান,সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃআব্দুল হান্নান,বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম,সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক মোঃ নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সহ অনেকে।